Custom Search
Friday, October 30, 2015
Sample Form For Birth Registration - জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড
- ঋণের জন্য আবেদন ফরম
- কর্মকর্তাদের গোপণীয় প্রতিবেদন ফরম
- চালান ফরম
- জন্ম নিবন্ধন আবেদন পত্র
- ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফরম
- নামজারি/জমাখারিজ/জমাএকত্রিকরণের আবেদন ফরম
- পিডিএস
- পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদনপত্র
- পেনশনের ন্যায় আনুতোষিক পদ্ধতিতে বকেয়া প্রাপ্তির ফরম
- বাজেট
- মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন ফরম
- সোসাইটি ফরম
JSC Examination Routine, জে এস সি পরীক্ষার রুটিন
Labels:
Education,
Education matter,
JSC,
জে এস সি,
বোর্ড পরীক্ষা
Thursday, October 29, 2015
Available forms of Chittagong Education Board for SSC and HSC: চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন ফরমের জন্য এখানে খুঁজুন-
1. |
Application form for Name corrections
| .pdf file |
2. |
Application form for Date of Birth correction
| .pdf file |
3. |
Application form for Certificates/Mark Sheet/Academic Transcript/Admit Card
| .pdf file |
4. |
Application form for Registration Card (College)
| .pdf file |
5. |
Application form for Registration Card (Schools)
| .pdf file |
6. |
Application form for Re-scrutiny S.S.C. or H.S.C. Examination Paper
| .pdf file |
7. |
Application form for Cancel Registration and Admission (Colleges)
| .pdf file |
8. |
Application form for the Appeal and Arbitration Committee
| .pdf file |
9. |
Application form for Withdrawal Break of Study (Schools)
| .pdf file |
10. |
Application form for “Head Examiner” in S.S.C. or H.S.C. Examinations
| .pdf file |
11. |
Application form for Discharge/Admission/Board Changes (Class IX & X)
| .pdf file |
Soumya Sarkar- Bangladeshi New Star in Cricket : সৌম্য সরকার - সৌম্য এক দর্শন নতুন বাংলাদেশের- ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়-
সৌম্য সরকার- বাংলাদেশের ক্রিকেট জগতকে নতুন এক দিশা দিতে যার আগমন। ৪-৭ অক্টোবর, ২০১০ তারিখে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগে তার অভিষেক ঘটেছিল। ১ ডিসেম্বর, ২০১৪ তারিখে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ম ও শেষ একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে।[১] ঐ খেলায় তিনি ১৮ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ২০ রান সংগ্রহ করেন। একই খেলায় তার সাথে তাইজুল ইসলামেরও অভিষেক হয়। খেলায় বাংলাদেশ দল ৫ উইকেটে জয় পেয়ে ৫-০ ব্যবধানে জিম্বাবুয়ে দলকে বাংলাওয়াশ করে। ২২ এপ্রিল, ২০১৫ তারিখে তিনি তার প্রথম ওডিআই শতক হাঁকান। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ১১০ বল মোকাবেলা করে অপরাজিত ১২৭* রান তোলেন। তার এ ইনিংসটিতে ছয়টি ছক্কা ও ১৩টি চারের মার ছিল। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের (৬৪) সাথে জুটি গড়ে মূল্যবান ১৪৫ রান সংগ্রহ করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের (৪৯*) সাথে নিরবিচ্ছিন্নভাবে ৯৭ রান তোলেন। এরফলে তার দল ১০ ওভারেরও বেশী বল বাকী থাকতে ৮ উইকেটের সহজ জয় পায়। এছাড়াও বাংলাদেশ ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
আর সেই সৌম্য এখন অনেক পরিণত-
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ঘটনা। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছে। কাইল অ্যাবটের একটি বল লেগস্টাম্পের ওপরে পিচ পড়েছিল। লেগ সাইডে সরে, শরীরটা বাঁকিয়ে সৌম্য বল তুলে দিলেন গালিতে থাকা ডেভিড উইজার মাথার ওপর দিয়ে। কিছুটা ঝুঁকিপূর্ণ শট, তবে উইজা বল স্পর্শও করতে পারেননি। তাই থার্ডম্যান সীমানা দিয়ে বল মাঠের বাইরে আর বাংলাদেশের প্রাপ্তি চারটি মূল্যবান রান। শরীরের ভারসাম্য বজায় রেখে নিখুঁত নিশানায় পাঠানো দুর্দান্ত শটটি নিয়ে আইসিসিও অভিভূত। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শটটিকে তুলনা করেছে ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে। নিজেদের অফিশিয়াল পেজে আইসিসি লিখেছে, “এমএস ধোনি হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত। সৌম্য সরকার কি ‘দ্য পেরিস্কোপ’-এর জন্য বিখ্যাত হয়ে উঠবে?”
আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর পদচারণা খুব বেশি দিনের নয়। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে ক্রিকেটের কঠিন জগতে তাঁর আগমন। তবে অল্প সময়েই আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের ঘুম তো কেড়ে নিয়েছেনই। চোখ-ধাঁধানো ড্রাইভ-কাট-পুলের সঙ্গে সৌম্যর তূণে যোগ হলো আরেকটি তীর—‘দ্য পেরিস্কোপ’। বাংলাদেশের জন্য এটা দারুণ খবর, আর প্রতিপক্ষের জন্য দুঃসংবাদ!
Full name Soumya Sarkar
Born February 25, 1993, Satkhira
Current age 22 years 151 days
Major teams Bangladesh, Bangladesh A, Bangladesh Under-19s, Bangladesh Under-23s, Dhaka Gladiators, Khulna Division, South Zone (Bangladesh)
Batting style Left-hand bat
Bowling style Right-arm medium-fast
Height 5 ft 10 in
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 3 | 5 | 0 | 107 | 37 | 21.40 | 176 | 60.79 | 0 | 0 | 16 | 0 | 0 | 0 |
ODIs | 16 | 16 | 2 | 692 | 127* | 49.42 | 675 | 102.51 | 1 | 4 | 92 | 15 | 11 | 0 |
T20Is | 3 | 3 | 0 | 44 | 37 | 14.66 | 28 | 157.14 | 0 | 0 | 7 | 1 | 0 | 0 |
First-class | 36 | 67 | 3 | 1802 | 127 | 28.15 | 2935 | 61.39 | 1 | 12 | 261 | 18 | 28 | 0 |
List A | 49 | 48 | 2 | 1709 | 127* | 37.15 | 1950 | 87.64 | 2 | 12 | 198 | 37 | 23 | 0 |
Twenty20 | 20 | 19 | 2 | 283 | 55 | 16.64 | 246 | 115.04 | 0 | 2 | 27 | 11 | 7 | 0 |
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 3 | 4 | 184 | 115 | 1 | 1/45 | 1/102 | 115.00 | 3.75 | 184.0 | 0 | 0 | 0 |
ODIs | 16 | 2 | 42 | 32 | 0 | - | - | - | 4.57 | - | 0 | 0 | 0 |
T20Is | 3 | 1 | 6 | 11 | 0 | - | - | - | 11.00 | - | 0 | 0 | 0 |
First-class | 36 | 49 | 1500 | 879 | 19 | 5/34 | 5/47 | 46.26 | 3.51 | 78.9 | 0 | 1 | 0 |
List A | 49 | 26 | 594 | 500 | 16 | 3/25 | 3/25 | 31.25 | 5.05 | 37.1 | 0 | 0 | 0 |
Twenty20 | 20 | 7 | 66 | 113 | 2 | 1/8 | 1/8 | 56.50 | 10.27 | 33.0 | 0 | 0 | 0 |
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সৌম্য শান্ত সরকার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ২২) সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরণ | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরণ | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৫) | ১ ডিসেম্বর ২০১৪ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২২ এপ্রিল ২০১৫ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ১১ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৫ - বর্তমান | খুলনা বিভাগ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্স: ইএসপিএন ক্রিকইনফো, ২৩ এপ্রিল ২০১৫ |
Australia will come soon to play Cricket Against Bangladesh- বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া - আশাবাদ
বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া - আশাবাদ
মাঝ থেকেও সময় বের দ্রুত বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া।এছাড়া ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও থাকছে বাংলাদেশেই!তবে আইসিসির অন্যান্য বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের মতই এই আসরের জন্যেও বিকল্প ভেন্যুর ব্যবস্থা
রাখা হবে।
বিস্তারিত পড়তে - প্রিয়.কম
Wednesday, October 28, 2015
Textual Parragraph : Good food : JSC: জে এস সি
Good food
We eat food to satisfy our hunger and to live well. Good food means the right kind of food for good health. It is nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. The various kinds of food that we eat can be classified into six classes according to what substance they contain and what they do to us. They are Carbohydrate, fat, protein, vitamins, minerals salts and water. These different classes of food have different food values, and as such, they perform different functions to our body. The foods having carbohydrate give us heat and energy. By eating rice, bread, potatoes, sugar and gur we get carbohydrate. The foods having fat also give us heat and energy. By eating oil, butter and ghee, we get fat. Both carbohydrate and fat keep our body fit for work. In the same way the foods having protein build our body and help us to grow up properly. By eating fish, meat, eggs, dal, beans etc. we get protein. The foods having vitamins and mineral salts protect us from diseases and keep our body strong and healthy. By eating vegetables, fruits and by drinking milk we get both vitamins and mineral salts. Water is also very important and absolutely necessary to keep in good health. It controls the heat of our body, helps us to digest food and keeps our blood healthy. For the proper growth of our body and for keeping it healthy we should eat the necessary quantities of these foods everyday. We must not eat too much though the food is good. Eating too much is bad for health. We have to eat only a certain amount of food that our body needs. So we do not need the same kind of food in the same quantity. It depends on our growth and physical structure.
Custom Search
Labels:
Education,
Education matter,
English 1st Paper,
Good Food,
JSC Paragraph
Hide Folder Tricks : জেপিজি ফাইলের আড়ালে ফোল্ডার সংরক্ষন
জেপিজি ফাইলের আড়ালে ফোল্ডার সংরক্ষন
প্রায়শই আমরা অফিসে কিঙবা বাসায় একি পিসিতে একাধিক ব্যক্তি ব্যবহার করি। সে সব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায় নিজের প্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার গোপন করে সংরক্ষন করা।
আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম - অন্য এক ট্রিক্স নিয়ে। অনেকেই হয়ত আমার এই ট্রিক্স সম্পর্কে অবগত আছেন। তবুও যারা জানেন না তাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না বলে এখানে দিয়ে দিলাম।
এটি খুউব সহজ একটা বিষয়। বিষয়টি অনেকটা ক্যামোফ্ল্যাজ টাইপ একটি বিষয়। একটি জেপিজি ফাইলের আড়ালে আমাদের ব্যক্তিগত ফাইল এবং ফোল্ডার আড়াল করে রাখব।
তবে অবশ্যই একজন পিসি ব্যবহারকারী হিসেবে আপনার কাছে একটি কম্প্রেশন টুলস থাকতে হবে। সেটি হতে পারে উইন রার, উইন জিপ কিংবা উইন এস। যদি নাও থাকে, আপনি পেতে পারেন এখানে
Download Winrar
এভাবে আপনি ডাউনলোড করে রাখতে পারেন Winzip অথবা Winace।
আশা করি, এখন আপনাদের সংগ্রহে আছে এমন একটি কম্প্রেশন টুলস। এবার না হয়, কাজ শুরু করা যায় -
প্রথমেই একটা জেপিজি মানের একটি ছবি আমাদের ডেস্কটপে এনে রাখি।
তারপর, কম্প্রেশন টুলস এর ব্যবহার - এটি ব্যবহার করে আমরা একটি নতুন রার কিংবা জিপ ফাইল/ফোল্ডার তৈরী করতে পারি এবং এই রার/জিপ ফাইলে যোগ করতে পারি আমাদের সংরক্ষিত জেপিজি ফাইল কিংবা সাথে অন্য ফাইল। আশা করি এতটুকু সম্পন্ন করা হলে আমরা অগ্রসর হতে পারি।
এর পর, কমান্ড প্রম্পটের ব্যবহার। আশা করি সবাই এই বিষয়ের সাথে পরিচিত আছেন। কমান্ড প্রম্পটে কাজ করার জন্য আমরা আমাদের ডেস্কটপে এভাবে অগ্রসর হতে পারি -
Click start menu->run. Type cmd.
এতে আমরা আমাদের ডেস্কটপের উপরে একটা কালো পপ আপ স্ক্রীন পাবো যাতে আমরা আমাদের ডস কমান্ড ব্যবহার করে আরেক ধাপ অগ্রসর হবো।
প্রথমে ---- > cd "desktop" (এন্টার চাপতে হবে)
এর পর ---- > copy /b picturename.jpg + foldername.rar outputfilename.jpg (এন্টার চাপতে হবে)
(এখানে পিক্চার নেম হচ্ছে ডেস্কটপে সংরক্ষিত আমাদের পূর্বে উল্লেখিত ফাইল, ফোল্ডার নেইম হচ্ছে আমাদের জিপ কিংবা রারকৃত ফাইল এবং আউটপুটফাইল নেইম হচ্ছে যে নামে আমরা জেপিজি ফাইল এবং জিপ/রার ফোল্ডার সংরক্ষন করবো - জেপিজি ফাইলের আকারে)।
যারা পূর্বে রার এর পরিবর্তে জিপ করেছেন তাদের জন্য ডস কমান্ড হবে -
copy /b picturename.jpg + foldername.zip outputfilename.jpg
হয়ে গেলো আমাদের কাংখিত ট্রিক্স এর ফলে সৃষ্ট অভিনব এক ফাইল সংরক্ষন ব্যবস্থা। এখনই বন্ধ করবেন না কমান্ড স্ক্রিন।
ডেস্কটপে সংরক্ষিত আপনার আউটপুট ফাইলটি ডাবল ক্লিক করে দেখুন কী হয় এবং ........ শুধু ছবি দেখায় কী ??
একই সাথে একটি জেপিজি ফাইল এবং একটি ফোল্ডার সংরক্ষন হয়ে গেল। কোন পাসওয়ার্ড লাগল না। তবুও সংরক্ষন করা গেল আপনার মূল্যবান ফোল্ডার। প্রথমে জিপ/রার করার সময় আপনি সেই জিপ/রার ফোল্ডারে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো একজায়গায় জড়ো করে রাখতে পারেন। আর আমি এক্ষেত্রে বেছে নিয়েছি ডেস্কটপ। কাজ করার পর আমার প্রাপ্ত আউটপুট ফাইলটি আমি আমার ইচ্ছেমত জায়গায় নিয়ে যেতে পারি। পাঠাতে পারি বন্ধুবান্ধবদের কাছে।
এখন প্রশ্ন উঠতে পারে, এই যদি অবস্থা হয় তাহলে যখন ফোল্ডার এবং এর প্রয়োজনীয় ফাইল পেতে হলে কী করতে হবে - খুউব সহজ।
আবার কমান্ড প্রম্পটে যান - এবং টাইপ করুন
ren outputfilename.jpg outputfilename.rar or zip (এন্টার চাপুন এর পর)
(এখানেও আউটপুট ফাইল নেইম প্রথমটি হচ্ছে আমাদের প্রাপ্ত জেপিজ ফাইল এবং পরবর্তী আউটপুট ফাইল নেম হচ্ছে আমরা যে নামে একে রার/জিপ করতে চাই)
এতে পুরো আউটপুট ফাইলটি জিপ/রার এ রুপান্তরিত হয়ে যাবে। আর কম্প্রেশন টুলস তো আছে আনজিপ/আনরার করার জন্য।
----------------------------
আজ এতটুকু - অন্যদিন হয়ত অন্যভাবে শেয়ার করা যাবে। আর বিস্তারিত আপডেট জানতে http://technologysyi.blogspot.com ও আপনাদের প্রিয় Fortune IT Blogs - ভিসিট করুন নিয়মিত।
এখানে অন্যদের মতামত এবং আলোচনার জন্য অপেক্ষায় আছি।
আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম - অন্য এক ট্রিক্স নিয়ে। অনেকেই হয়ত আমার এই ট্রিক্স সম্পর্কে অবগত আছেন। তবুও যারা জানেন না তাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না বলে এখানে দিয়ে দিলাম।
এটি খুউব সহজ একটা বিষয়। বিষয়টি অনেকটা ক্যামোফ্ল্যাজ টাইপ একটি বিষয়। একটি জেপিজি ফাইলের আড়ালে আমাদের ব্যক্তিগত ফাইল এবং ফোল্ডার আড়াল করে রাখব।
তবে অবশ্যই একজন পিসি ব্যবহারকারী হিসেবে আপনার কাছে একটি কম্প্রেশন টুলস থাকতে হবে। সেটি হতে পারে উইন রার, উইন জিপ কিংবা উইন এস। যদি নাও থাকে, আপনি পেতে পারেন এখানে
Download Winrar
এভাবে আপনি ডাউনলোড করে রাখতে পারেন Winzip অথবা Winace।
আশা করি, এখন আপনাদের সংগ্রহে আছে এমন একটি কম্প্রেশন টুলস। এবার না হয়, কাজ শুরু করা যায় -
প্রথমেই একটা জেপিজি মানের একটি ছবি আমাদের ডেস্কটপে এনে রাখি।
তারপর, কম্প্রেশন টুলস এর ব্যবহার - এটি ব্যবহার করে আমরা একটি নতুন রার কিংবা জিপ ফাইল/ফোল্ডার তৈরী করতে পারি এবং এই রার/জিপ ফাইলে যোগ করতে পারি আমাদের সংরক্ষিত জেপিজি ফাইল কিংবা সাথে অন্য ফাইল। আশা করি এতটুকু সম্পন্ন করা হলে আমরা অগ্রসর হতে পারি।
এর পর, কমান্ড প্রম্পটের ব্যবহার। আশা করি সবাই এই বিষয়ের সাথে পরিচিত আছেন। কমান্ড প্রম্পটে কাজ করার জন্য আমরা আমাদের ডেস্কটপে এভাবে অগ্রসর হতে পারি -
Click start menu->run. Type cmd.
এতে আমরা আমাদের ডেস্কটপের উপরে একটা কালো পপ আপ স্ক্রীন পাবো যাতে আমরা আমাদের ডস কমান্ড ব্যবহার করে আরেক ধাপ অগ্রসর হবো।
প্রথমে ---- > cd "desktop" (এন্টার চাপতে হবে)
এর পর ---- > copy /b picturename.jpg + foldername.rar outputfilename.jpg (এন্টার চাপতে হবে)
(এখানে পিক্চার নেম হচ্ছে ডেস্কটপে সংরক্ষিত আমাদের পূর্বে উল্লেখিত ফাইল, ফোল্ডার নেইম হচ্ছে আমাদের জিপ কিংবা রারকৃত ফাইল এবং আউটপুটফাইল নেইম হচ্ছে যে নামে আমরা জেপিজি ফাইল এবং জিপ/রার ফোল্ডার সংরক্ষন করবো - জেপিজি ফাইলের আকারে)।
যারা পূর্বে রার এর পরিবর্তে জিপ করেছেন তাদের জন্য ডস কমান্ড হবে -
copy /b picturename.jpg + foldername.zip outputfilename.jpg
হয়ে গেলো আমাদের কাংখিত ট্রিক্স এর ফলে সৃষ্ট অভিনব এক ফাইল সংরক্ষন ব্যবস্থা। এখনই বন্ধ করবেন না কমান্ড স্ক্রিন।
ডেস্কটপে সংরক্ষিত আপনার আউটপুট ফাইলটি ডাবল ক্লিক করে দেখুন কী হয় এবং ........ শুধু ছবি দেখায় কী ??
একই সাথে একটি জেপিজি ফাইল এবং একটি ফোল্ডার সংরক্ষন হয়ে গেল। কোন পাসওয়ার্ড লাগল না। তবুও সংরক্ষন করা গেল আপনার মূল্যবান ফোল্ডার। প্রথমে জিপ/রার করার সময় আপনি সেই জিপ/রার ফোল্ডারে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো একজায়গায় জড়ো করে রাখতে পারেন। আর আমি এক্ষেত্রে বেছে নিয়েছি ডেস্কটপ। কাজ করার পর আমার প্রাপ্ত আউটপুট ফাইলটি আমি আমার ইচ্ছেমত জায়গায় নিয়ে যেতে পারি। পাঠাতে পারি বন্ধুবান্ধবদের কাছে।
এখন প্রশ্ন উঠতে পারে, এই যদি অবস্থা হয় তাহলে যখন ফোল্ডার এবং এর প্রয়োজনীয় ফাইল পেতে হলে কী করতে হবে - খুউব সহজ।
আবার কমান্ড প্রম্পটে যান - এবং টাইপ করুন
ren outputfilename.jpg outputfilename.rar or zip (এন্টার চাপুন এর পর)
(এখানেও আউটপুট ফাইল নেইম প্রথমটি হচ্ছে আমাদের প্রাপ্ত জেপিজ ফাইল এবং পরবর্তী আউটপুট ফাইল নেম হচ্ছে আমরা যে নামে একে রার/জিপ করতে চাই)
এতে পুরো আউটপুট ফাইলটি জিপ/রার এ রুপান্তরিত হয়ে যাবে। আর কম্প্রেশন টুলস তো আছে আনজিপ/আনরার করার জন্য।
----------------------------
আজ এতটুকু - অন্যদিন হয়ত অন্যভাবে শেয়ার করা যাবে। আর বিস্তারিত আপডেট জানতে http://technologysyi.blogspot.com ও আপনাদের প্রিয় Fortune IT Blogs - ভিসিট করুন নিয়মিত।
এখানে অন্যদের মতামত এবং আলোচনার জন্য অপেক্ষায় আছি।
Custom Search
Monday, October 26, 2015
Health Tips - 3 : স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
- মুখে কোন রেশ বের হলে অড়হর ডাল
বাটা পেষ্ট লাগান রেশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবেনা।
- পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও
দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ
উঠে যায়।
- মুখের তাৎক্ষনিক লাবণ্য আনতে
একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে
মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার
মুখকে আদ্র রাখবে।
- হাত পায়ের সৈৌন্দয্য অক্ষুন্ন
রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা
দেখাবে।
- মুখের বাদামী দাগ উঠাতে পাকা
পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।
- নিঃশ্বাসের দুগন্ধ থেকে মুক্তি
পেতে নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবেনা।
- সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর
রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।
- অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি
পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে
যাবে।
Search more related contents -
Custom Search
Labels:
Health,
Health Tips,
দৈনন্দিন স্বাস্থ্য,
স্বাস্থ্য সুরক্ষা
Health Tips -2 : রোজকার কিছু স্বাস্থ্য সম্পর্কিত টিপস
v ঠোটেঁ কালো ছোপ পড়লে
কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে
যাবে।
v টমেটোর রস ও দুধ একসঙ্গ
মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা বাব কমে যাবে।
v হাড়িঁ-বাসন ধোয়ার পরে
হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে
হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।
v কনুইতে কালো ছোপ দূর করতে
লেবুর খোসায় টিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।
v মুখের ব্রণ আপনার
সুন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি
মিলিয়ে যাবে।
v লিগমেন্টেশন বা কালো দাগ
থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন
মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।
v চুল পড়া বন্ধ করতে
মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।
v তৈলাক্ত ত্বকে ঘাম জমে
মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন
আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
v যাদের হাত খুব ঘামে তারা
এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।
v পায়ের গোড়ালি ফাটলে
পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।
Search more related contents -
Custom Search
Labels:
Health,
Health Tips,
দৈনন্দিন স্বাস্থ্য,
স্বাস্থ্য সুরক্ষা
Uses of Malabar Leaf in herbal treatment : তেজপাতা এমন এক হার্ব যার অনেক গুণ-
Search more related contents -
Custom Search
পরিচিতি: বৃক্ষ পর্যায়ভূক্ত এই গাছটি মাঝারি ধরনের উঁচু এবং গন্ধ বিশিষ্ট। ঈষৎ লাল আভাযুক্ত ধূসর বর্ণের কান্ড। পাতা ৭/৮ ইঞ্চি পর্যন্ত হতে দেখা যায়। পাতাগুলো বিপরীতভাবে বিন্যস্ত, এগুলি কচি অবস্থায় লাল, পরে সবুজ হয়ে যায়। মার্চ-এপ্রিল মাসে ফুল ও ফল হয়। ফলগুলি পাকলে কালো বর্ণের হয়ে থাকে।
ঔষধি গুনাগুন : পাতা বাতব্যধি, আমবাত প্রভৃতিতে ব্যবহৃত হয়। পাতার ক্কাথ সন্তান প্রসবের পর প্রসূতিকে খেতে দিলে বিশেষ উপকার পাওয়া যায়। ফল থেকে একপ্রকার উদ্ধায়ি তেল পাওয়া যায় এবং তা বিভিন্ন ঔষধে ব্যবহৃত হয়ে থাকে।
তেজপাতা এমন এক হার্ব যার অনেক গুণ-
পরিচিতি: বৃক্ষ পর্যায়ভূক্ত এই গাছটি মাঝারি ধরনের উঁচু এবং গন্ধ বিশিষ্ট। ঈষৎ লাল আভাযুক্ত ধূসর বর্ণের কান্ড। পাতা ৭/৮ ইঞ্চি পর্যন্ত হতে দেখা যায়। পাতাগুলো বিপরীতভাবে বিন্যস্ত, এগুলি কচি অবস্থায় লাল, পরে সবুজ হয়ে যায়। মার্চ-এপ্রিল মাসে ফুল ও ফল হয়। ফলগুলি পাকলে কালো বর্ণের হয়ে থাকে।
ঔষধি গুনাগুন : পাতা বাতব্যধি, আমবাত প্রভৃতিতে ব্যবহৃত হয়। পাতার ক্কাথ সন্তান প্রসবের পর প্রসূতিকে খেতে দিলে বিশেষ উপকার পাওয়া যায়। ফল থেকে একপ্রকার উদ্ধায়ি তেল পাওয়া যায় এবং তা বিভিন্ন ঔষধে ব্যবহৃত হয়ে থাকে।
Labels:
Health,
Health Tips,
Malabar Leaf,
তেজপাতা,
স্বাস্থ্য সুরক্ষা,
হার্ব