Friday, December 18, 2015
Friday, December 4, 2015
Online Earning - অনলাইন হতে আয়ের সহজতম উপায়
বর্তমানে
আমাদের জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। এর সাথে আমরা প্রায় কোন না কোন ভাবে
জড়িত। সেই সাথে প্রায় আমরা শুনি, এখানে কিছু না কিছু আয়ের ব্যবস্থা করা যায়। ভার্চ্যুয়াল জগতের এই
বিস্তৃতির ফলে আমরা এখানে কর্মস্থল ও বেছে নিতে পারি। অথচ সাধারণ কিছু কৌশল,
পরিকল্পনা এবং অধ্যবসায়ের অভাবে আমরা আশানুরূপ ফল না পাওয়ায়
ধৈর্য্যহারা হই। আমরা বেশিরভাগ সময়
যেটা করি, কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে
প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত
দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না।
অনেক
উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় হতাশ হই- আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে
শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য। অথচ যে কোন একটা কাজে নিয়ম করে শুরু করলে একটা
পর্যায়ে সফলতা আসবেই- ফ্রিলান্সিং বা ইন্টারনেটে মুক্ত ভাবে ছোট ছোট কাজ করার জন্য
প্রতিটি
পর্যায়ে প্রয়োজন- প্রচণ্ড ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং রুটিন করে কাজ করা।
এখন প্রশ্ন আপনি কিভাবে ফ্রিলান্সিং
বা এই ছোট ছোট কাজগুলো শুরু করবেন? অনেকগুলো ছোট ছোট কাজের মধ্যে পিটিসি
হচ্ছে এমন একটি যেটিতে দক্ষতার চেয়ে অধ্যবসায় এবং অবসর কাজে লাগিয়ে আয়ের একটি উপায়
বলা যেতে পারে।
PTC এর পুর্ন মিনিং হচ্ছে “Paid To Click” অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক
কম মুল্যে পিটিসি সাইটে এড দেয়! কিন্তু সেই এড দেখবে কে? তাই
আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট
গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট
পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে
সর্বোচ্চ ১ সেন্ট পর্যন্ত পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে) । এছাড়া আপনার
রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা
প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫ সেন্ট করে (মেম্বারশিপের ক্ষেত্রে) । আপনি ভালো সাইট
গুলো থেকে গড়ে রেফারেল
ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন। পিটিসি কাজ সম্পর্ক
জানেন তাদের জন্য এই পোষ্ট নয় যারা নতুন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ইন্টারনেটে অনেকে পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না
নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। পিটিসি সাইট গুলোর ৯০% ই ভুয়া অর্থাৎ স্ক্যাম।
কিন্তু বাকি ১০% পিটিসি থেকে সত্যি আয় করা
যায় কথাটা ১০০% সত্য!
Custom Search