Income from Internet [ঘরে বসে আয় করুন- প্রথম পর্ব]
বর্তমানে আমাদের জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। এর সাথে আমরা প্রায় কোন না কোন ভাবে জড়িত। সেই সাথে প্রায় আমরা শুনি, এখানে কিছু না কিছু আয়ের ব্যবস্থা করা যায়। ভার্চ্যুয়াল জগতের এই বিস্তৃতির ফলে আমরা এখানে কর্মস্থল ও বেছে নিতে পারি। অথচ সাধারণ কিছু কৌশল, পরিকল্পনা এবং অধ্যবসায়ের অভাবে আমরা আশানুরূপ ফল না পাওয়ায় ধৈর্য্যহারা হই। আমরা বেশিরভাগ সময় যেটা করি, কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না।
বর্তমানে আমাদের জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অংশ। এর সাথে আমরা প্রায় কোন না কোন ভাবে জড়িত। সেই সাথে প্রায় আমরা শুনি, এখানে কিছু না কিছু আয়ের ব্যবস্থা করা যায়। ভার্চ্যুয়াল জগতের এই বিস্তৃতির ফলে আমরা এখানে কর্মস্থল ও বেছে নিতে পারি। অথচ সাধারণ কিছু কৌশল, পরিকল্পনা এবং অধ্যবসায়ের অভাবে আমরা আশানুরূপ ফল না পাওয়ায় ধৈর্য্যহারা হই। আমরা বেশিরভাগ সময় যেটা করি, কোন বন্ধু বা বড় ভাইয়ের ফ্রিলান্সিং এ সফলতা দেখে প্রচণ্ড ভাবে অনুপ্রেরিত হই এবং সে কিভাবে কাজ করে, তার কত দিন লেগেছে এতদূর আসতে সেই বিষয়টি খেয়াল করি না।
অনেক উত্তেজিত হয়ে কাজ শুরু করি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মনে হয় হতাশ হই- আমাকে দিয়ে এইসব সম্ভব নয়। আবার নতুন কোন আয়ের উপায় খুঁজতে বসে যাই। আসলে শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল শূন্য। অথচ যে কোন একটা কাজে নিয়ম করে শুরু করলে একটা পর্যায়ে সফলতা আসবেই- ফ্রিলান্সিং
বা ইন্টারনেটে মুক্ত ভাবে ছোট ছোট কাজ করার জন্য প্রতিটি পর্যায়ে প্রয়োজন- প্রচণ্ড ইচ্ছাশক্তি, অধ্যবসায়
এবং রুটিন করে কাজ করা।
প্রথমেই বড় কোন
প্ল্যাটফর্ম এ না গিয়ে ছোট কোন প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন, আপনি micro job, mini
job, PTC ইত্যাদিতে কাজ করুন। প্রতিদিন ১০-৩০ মিনিট করে কয়েকবার নিয়মিত
সময় দিন এবং আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান। সারা দিনে মোট ২ ঘন্টা সময় দিন অথবা রাতের নির্দিষ্ট একটি সময়
বেছে নিন। যেই সময়টুকু আপনি ফ্রিলান্সিং এর কাজে ব্যয়
করবেন। যেই কাজ শুরু করেছেন সেটি ঠিক ভাবে করুন।এক্ষেত্রে আপনাকে
একটি সতর্কতা বলম্বন করতে হবে সেটি হল। আপনি কাজ করার সময় অনেক সাইট এ
লোভনীয় বিজ্ঞাপন দেখবেন যেখানে আপনাকে অনেক ভাল আয়ের কথা বলবে। কিন্তু
সাবধান কোন ভাবেই ভুল পথে পা দিবেন না। আপনি যেখানে শুরু করেছেন শুধু মাত্র
সেটাতেই কাজ করে যান।
আপনি কোন ভাবেই
রাতারাতি বড়লোক হয়ে যাবেন না। কিন্তু বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই আপনাকে
একদিন বড় করে তুলবে।মনে করুন আপনি একটি PTC সাইট এ কাজ শুরু করলেন। এক্ষেত্রে আপনাকে ভাল একটি PTC সাইট
খুজে বের করতে
হবে। নিচে কযেকটি ভালো PTC সাইটের লিংক দেয়া হল:-ইমেজের উপর ক্লিক করলে
আপনি নির্ধারিত সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারেন এবং শুরু করতে পারেন
আপনার আয়।
0 comments:
Post a Comment