Saturday, October 24, 2015

Paid to Click- Online Earning - পিটিসি হচ্ছে অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায়

বর্তমান বিশ্ব চলে বিজ্ঞাপনের জোরে। আর বর্তমানে আর্থ সামাজিক প্রেক্ষাপটে সারা বিশ্বে ভার্চ্যুয়াল বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে ইন্টারনেট বিজ্ঞাপনের বিশাল জায়গা। এরই মধ্যে ছাপানো বিজ্ঞাপনকে ছাড়িয়ে গেছে ইন্টারনেট বিজ্ঞাপন। এখন ই-কমার্সসের ফলশ্রুতিতে সব ধরনের কেনাকাটা করা যায় ইন্টারনেট ব্যবহার করেই, আর এখানেও রয়েছে প্রতিযোগিতা। 

আপনি কোন একটি বিষয়ে বিজ্ঞাপন দিলেন গুগলের মাধ্যমে, আরেকজনও দিল একই বিষয়ের বিজ্ঞাপন। গুগলের সার্চলিষ্টে কোনটি প্রাধান্য পাবে? গুগলের ফর্মুলা অনুযায়ী যে সাইট মানুষ বেশি ব্যবহার করে সেই সাইট। আর এখানেই ক্লিক করার বিষয়টি গুরুত্ব পায়। কোন বিশেষ সাইটে যদি ভিজিটর বেশি যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে। আর যার ভাগ্যে সেটা ঘটে না সে ভাড়া করা মানুষ দিয়ে তার লিংকে ক্লিক করিয়ে নিতে পারে। পিটিসি শব্দের পূনরূপ Paid to Click. বাংলায় ক্লিক থেকে টাকা। মূলত PTC (পিটিসি) সাইটে এ্যাডে ক্লিক করলেই টাকা দেয়। 


 Paid To Click is an online business model that draws online traffic from people aiming to earn money from home. Paid-To-Click, or simply PTC websites, act as middlemen between advertisers and consumers; the advertiser pays for displaying ads on the PTC website, and a part of this payment goes to the viewer when he views the advertisement. In addition, most PTC sites offer a commission to its members for signing up new members (similar to many affiliate marketing programs online), or they may pay members a percentage of the clicks that their referrals make as an ongoing commission. যারা ইন্টারনেট ব্যবহার করে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি অত্যন্ত আকর্ষনীয় বিষয়। অন্তত তাত্বিকভাবে কাজটি খুব সহজ। নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করবেন, নির্দিস্ট লিংকে ক্লিক করবেন। আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে। আয়ের এরচেয়ে সহজ পথ হয়না। বাস্তবে এই পদ্ধতির পেছনে অন্য অনেকগুলি সংশ্লিষ্ট বিষয় জড়িত । আর এই সব বিষয়ে- কিছু বিষয় সম্পর্তে সম্যক জ্ঞান ছাড়া এখন প্রশ্ন থাকে যে, ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন ? কে দেবে ? 

এখন জেনে রাখুন- 


  • আপনি যখন পিটিসি লিংকে ক্লিক করবেন তখন আপনি সেই ভাড়াকরা ক্লিককারী। 
  •  প্রতি ক্লিকের জন্য পেতে পারেন কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত। 
  • যত বেশি ক্লিক তত বেশি টাকা। এজন্য আপনাকে যা করতে হয় তা হচ্ছে, পিটিসি সেবা দেয় এমন কোন সাইটে গিয়ে তাদের ফরম পুরন করে সদস্য হওয়া। 
  • বিভিন্ন সাইটের কাজ করার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে মুল পদ্ধতি মোটামুটি একইরকম। 
  • আপনি সেখানে এড দেখতে পাবেন যেখানে। এগুলিতেই আপনাকে ক্লিক করতে হবে। 
  • ক্লিক করার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন (ধরুন ৩০ সেকেন্ড)। ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, ক্লিক কনফার্ম মেসেজ না পাওয়া পর্যন্ত। 
  • কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিস্ট করা থাকবে এবং নির্ভর করবে তাদের ওপর। 
  • হয়ত একদিনে ২০টি ক্লিক করার সুযোগ পেলেন। 
  • ক্লিক করার কোটা শেষ হলে আপনার হিসেব জেনে নিতে পারেন সেখান থেকেই। 
  • এখন আপনি টাকা কিভাবে পাবেন সেটা আপনাকেই ঠিক করে দিতে হবে। পেপাল, পেজা, পাইওনিয়র বা নেটেলার এমন অনেকগুলো মানি ট্রান্সফারিং সাইট এ কাজে আপনাকে সাহায্য করতে পারে।

পরবর্তীতে আমরা নির্দিষ্ট কিছু পিটিসি সাইট নিয়ে আলোচনা করবো। যে কোন ধরণের তথ্য পেতে কমেন্টস করুন।

Search more related contents -
Custom Search

0 comments:

Post a Comment