চট্টগ্রাম
নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র (ফরম) ২৯ নভেম্বর
থেকে পাওয়া যাবে। পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভর্তির ফরম সংশ্লিষ্ট
বিদ্যালয় থেকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে ৩০
নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এ ছাড়া অনলাইনের মাধ্যমেও ভর্তির
আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে,
প্রতিটি শ্রেণীর ভর্তির আবেদনপত্রের মূল্য ১৫০ টাকা। বুধবার চট্টগ্রাম জেলা
প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া
হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ
উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মো. দৌলতুজ্জামান খানসহ সরকারি বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির
সদস্যরা।
নয়টি সরকারি বিদ্যালয় হলো: কলেজিয়েট
স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম
উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি
উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি
উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় এবং সিটি সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, মোট পাঁচটি
শ্রেণীতে তিন হাজার পাঁচ’শ ৭৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে
পঞ্চম শ্রেণীতে এক হাজার ৯শ’ ৬০, ষষ্ঠ শ্রেণীতে ৬শ’ ৪৭, সপ্তম শ্রেণীতে ১শ’
৮৩, অষ্টম শ্রেণীতে ১শ’ ২৯ এবং নবম শ্রেণীতে ৬শ’ ৫৫টি আসন রয়েছে।
-
See more at:
http://www.natunsomoy.com/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%20%E0%A7%AF%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%20%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%20%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%20%E0%A7%A8%E0%A7%AF%20%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%20/9810#sthash.MWniNwFA.dpuf
চট্টগ্রাম
নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র (ফরম) ২৯ নভেম্বর
থেকে পাওয়া যাবে। পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভর্তির ফরম সংশ্লিষ্ট
বিদ্যালয় থেকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে ৩০
নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এ ছাড়া অনলাইনের মাধ্যমেও ভর্তির
আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে,
প্রতিটি শ্রেণীর ভর্তির আবেদনপত্রের মূল্য ১৫০ টাকা। বুধবার চট্টগ্রাম জেলা
প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া
হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ
উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মো. দৌলতুজ্জামান খানসহ সরকারি বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির
সদস্যরা।
নয়টি সরকারি বিদ্যালয় হলো: কলেজিয়েট
স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম
উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি
উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি
উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় এবং সিটি সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, মোট পাঁচটি
শ্রেণীতে তিন হাজার পাঁচ’শ ৭৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে
পঞ্চম শ্রেণীতে এক হাজার ৯শ’ ৬০, ষষ্ঠ শ্রেণীতে ৬শ’ ৪৭, সপ্তম শ্রেণীতে ১শ’
৮৩, অষ্টম শ্রেণীতে ১শ’ ২৯ এবং নবম শ্রেণীতে ৬শ’ ৫৫টি আসন রয়েছে।
-
See more at:
http://www.natunsomoy.com/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%20%E0%A7%AF%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%20%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%20%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%20%E0%A7%A8%E0%A7%AF%20%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%20/9810#sthash.MWniNwFA.dpufচট্টগ্রামের সরকারী বিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হতে চলেছে। ফরম পূরনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর হতে ১২ ডিসেম্বর ২০১৫। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯/১২/২০১৫, ২১/১২/২০১৫ এবং ২৩/১২/২০১৫। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭/১২/২০১৫।
২০১৬ সালের শূন্য আসনের তথ্য
ক্রম
|
বিদ্যালয়ের নাম
|
শ্রেণিভিত্তিক শূন্য আসনের তথ্য
|
||||
৫ম শ্রেণি
|
৬ষ্ঠ শ্রেণি
|
৭ম শ্রেণি
|
৮ম শ্রেণি
|
৯ম শ্রেণি
|
||
০১
|
কলেজিয়েট স্কুল
|
৩২০
|
--
|
--
|
--
|
১৪০
|
০২
|
সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়
|
১৬০
|
১৬০
|
--
|
১০(দিবা)
|
১৪০
|
০৩
|
নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়
|
১৬০
|
১৮০
|
--
|
১০০
|
১৯০
|
০৪
|
ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
|
৩২০
|
--
|
--
|
--
|
--
|
০৫
|
চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়
|
২৪০
|
--
|
--
|
--
|
৮০
|
০৬
|
চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
|
১৬০
|
১০০(দিবা)
|
--
|
--
|
৬০
(৪০ বাণিজ্য. ২০ বিজ্ঞান)
|
০৭(ক)
|
বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়(বালক শাখা)
|
৮০
|
১০০
|
৩০
|
৪০
|
৪০
|
(খ)
|
বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা)
|
৮০
|
১৫
|
১৫
|
১৫
|
৪০
|
০৮
|
হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়
|
১৬০
|
৩০
|
--
|
--
|
৪০
|
০৯
|
সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
|
২৪০
|
৭০(দিবা)
|
--
|
--
|
৪১(দিবা)
|
মোট=
|
১৯২০
|
৬৫৫
|
৪৫
|
১৬৫
|
৭৭১
|
Custom Search
0 comments:
Post a Comment